মো: হৃদয় হোসেন রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ কর্তৃক করোনা ভাইরাস (কভিড-১৯) এর সংক্রামণ ও প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ (২১ মার্চ) শনিবার দুপুরে পৌর শহরের ঝুমুর সিনেমা হলের সামনে বাস ট্রাক সিএনজি চালক ও যাত্রীদের ভাইরাস সংক্রামণ ও প্রতিরোধ জনসচেতনতামূলক এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত টিআই (প্রশাসন) মামুন আল আমিন, সার্জেন্ট মোঃ রেজাউল হক ও জেলা ট্রাফিক বিভাগে কর্মরত কর্মকর্তা বৃন্দ।
জেলা ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মামুন আল আমিন বলেন জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে নভেল করোনা ভাইরাস এর সংক্রামণ ও প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করা হচ্ছে।