আজ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

লক্ষ্মীপুরে সড়কে প্রাণ ঝরল এক প্রবাসীর

মোঃ হৃদয় হোসেন রায়পুর,  লক্ষ্মীপুুর প্রতিনিধি

 

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী হোসেন আহম্মদের (৪০) প্রাণ ঝরে গেলো। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌরসভার বেড়ির মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হোসেন লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থল পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রলি চালককে স্থানীয়রা আটক করে পুলিশে সৌপর্দ করে। তবে চালকের নাম জানা সম্ভব হয়নি।

নিহত হোসেনের চাচাতো ভাই মো. ইব্রাহিম জানান, হোসেন ১৪ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে এসেছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ