আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

শুভেচ্ছা অনুষ্ঠানে আনোয়ার হাওলাদার সবাইকে নিয়ে উন্নয়ন করবে কুয়াকাটার

জাহিদুল ইসলাম জাহিদ,কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
হেরে গিয়েও থেমে ছিলনা, আনোয়ার হাওলাদার অসহায় মানুষের পাশে ছিল অবশেষে বিজয় মালা পড়িয়েছে সাধারণ জনগণ।
বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটা পৌর নির্বাচনে জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয় হন, তরুন সমাজ সেবক  আনোয়ার হাওলাদার। ২৮ ডিসেম্বর  পৌর নির্বাচনে  বেসরকারিভাবে নির্বাচিত হয়। ওই নির্বাচনে  তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৩ শ’৩৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক আঃ বারেক মোল্লাকে ৬৪৯ ভোটে হারিয়ে বিজয়ী লাভ করেন। নির্বাচনের ১ দিন পরে জরুরী কাছে ঢাকায় যান ।  আজ বিকাল দিকে সড়ক যোগে ঢাকা থেকে আসলে কুয়াকাটার জনসাধারণ আমতলী কলাপাড় সহ বিভিন্ন  স্থানে থেকে মোটরসাইকেল  শোডাউন দিয়ে শ্লোগানে  মাতিয়ে তুলেন কুয়াকাটা- কলাপাড়ার মহাসড়ক।  পরে কুয়াকাটার রাখাইন মাঠে হাজার হাজার জনগণের সামনে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত থাকা মেহমান গন বলেন, জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল আমাদের, অনেক বিপদ, ও বাধা আসছে তারপরও আমরা পিছু হইনি, মনে সাহস আর আল্লাহতালার প্রতি ভরসা রেখে, সামনের স্লোগানে গেয়েছি ২৮ শে ডিসেম্বর, আল্লাহতালার অশেষ রহমতে আপনাদের ভোটের মাধ্যমে, আমরা সবাই বিজয় অর্জন করতে পেরেছি।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র আনোয়ার হাওলাদার। এ বক্তব্যে তিনি বলেন  এই মাটির সন্তান আমি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করছেন। যে স্বপ্ন নিয়ে আমাকে নগর পিতা করেছেন, তা আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।  আর আমি আপনাদের বলি আমার প্রতিদ্বন্দ্বী  ছিলো পৌর আওয়ামীলীগের সভাপতি আমার বড় ভাই আঃ বারেক মোল্লা নির্রবাচনের পর আমার সাথে আগেও কোন দ্বন্দ্ব  ছিলো না আর এখনও নাই আমরা মিলে মিশে কাজ করতে চাই।  আপনারা কোন হিংসা বিবেদ রাখবেন না সবাই এই নগরে ভাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ