আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা সচিবের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

হাসনাত কাইয়ুম,সরাইল ব্রাহ্মণবাড়িয়া

 

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: এস-১২০৬৮) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ১৫ মার্চ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আকরাম আল হোসাইন মহোদয়ের শ্রদ্ধাভাজন মাতা, বিশিষ্ট সমাজসেবক নুরজাহান বেগম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলার দরিয়া দৌলত দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশীদা আক্তারের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, বিষেশ অথিতি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা অফিসার নৌসাদ মাহমুদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মানিক ভূঁইয়া, উপজেলা, অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি – মোঃমাইনুদ্দিন, সহ সভাপতি আঃঅহিদ প্রমূখ। অনুস্টান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ গোফরান মোস্তফা। সভায় বক্তারা আকরাম আল হোসাইন স্যারের ও মায়ের ভুয়সী প্রশংসা করে মরহুমার আত্তার মাগফিরাত কামনা করেন। অালোচনা শেষে স্যারের মায়ের রোহের মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ