আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলে জয়ধরকান্দী যুব সমাজের উদ্যোগে ১৫০ মিটার ড্রেন নির্মাণ

হাসনাত কাইয়ূম, সরাইল,ব্রাহ্মণবাড়িয়া

 

নিজের কাজ নিজে করি; সুখি সুন্দর সমাজ গড়ি’ এমন মানসিকতা নিয়ে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পাকশিমূল ইউনিয়নের জয়ধরকান্দী যুব সমাজ নিজ উদ্যোগে ১৫০ মিটার ড্রেন নিমার্ণ করেছেন।
দীর্ঘদিন ড্রেনের সমস্যায় ছিলেন জয়ধরকান্দী পূর্ব পাড়া ও মাদুর পাড়ার প্রায় দেড় শতাধিক মানুষ। গ্রামবাসীর ভোগান্তি ছিল দীর্ঘদিনের। সামান্য বৃষ্টি ও টিউবলের পানিতে হাঁটু পর্যন্ত পানি জমে যেত। চলাচলের অনুপযোগী হয়ে পড়তো রাস্তাটি। যুব সমাজের দাবী প্রায় সাত বছর যাবত মেম্বার চেয়ারম্যান ও সংসদ সদস্য সহ বিভিন্ন লোকের কাছে অনেক ধন্যা দিয়েছি কিন্তু কোন উপকার পাননি। এ থেকে পরিত্রাণ পেতে নিজেদের উদ্যোগে নিজেদের পকেটের টাকায় প্রায় তিন লক্ষ টাকা ব্যায় করে গ্রামের যুব সমাজ নির্মাণ করলেন ১৫০ মিটার লম্বা ড্রেন। জয়ধরকান্দী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব খান জানান, সামান্য বৃষ্টি হলে বা পাশের বাড়ির টিউবলের পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হত। শিশুসহ স্কুলের ছাত্র ছাত্রী বিদ্যালয়ে যেতে পারত না।

এ বিষয়ে জয়ধরকান্দী গ্রামের ইউপি সদস্য মো সালাউদ্দিন বলেন, গত সংসদ সদস্য এড, জিয়াউল হক মৃধার নিকট এই ড্রেনার জন্য একটি প্রকল্প দিয়েছিলাম কিন্তুু পরবর্তীতে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন পূর্ব পাড়া ও মাদুর পাড়ার যুবকরা মিলে এ ড্রেন নির্মাণ করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ