আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং

পটুয়াখালীতে ৪ জন কোয়ারেন্টাইনে

খান ইমরান , বরিশাল প্রতিনিধি

পটুয়াখালীতে চারজন চীনা নাগরিককে করোনা ভাইরাস সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বরিশালের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এই ব্যাপারটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন করোনা সন্দেহে এখন পর্যন্ত ৭ জন বরিশাল জেলায়, ৪ জন ঝালকাঠি জেলায় এবং বাকী ৪ জন পটুয়াখালী জেলায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর ৪ জন চীনা নাগরিক।

তারা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসলে তাদের সেখানেই কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়া বরিশালের ৭ জনের মধ্যে ৪ জন গৌরনদী, ২ জন হিজলা এবং ১ জন বাকেরগঞ্জে আছেন। গৌরনদীর ৪ জন ইতালি ফেরত, হিজলা একজন সৌদি আরব, অপরজন সিঙ্গাপুর এবং বাকেরগঞ্জের একজন মালয়েশিয়া ফেরত। ঝালকাঠির ৪ জনের মধ্যে নেদারল্যান্ডের একজন, সিঙ্গাপুরের একজন এবং সৌদি আরবের দুইজন রয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ