আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সিরাজগঞ্জের তাড়াশ প্রতারকের বিরুদ্ধে অভিযোগ

 

তাড়াশ উপজেলা  সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের তাড়াশে খাইবুর রহমান খোকনসহ কতিপয় প্রতারকের বিরুদ্ধে নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য প্রকল্পের বিভিন্ন সুফলভোগী সদস্যরা সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ৫১৫টি
নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য প্রকল্পের বিভিন্ন সুফলভোগী সদস্যরা তাড়াশ ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নিমগাছী সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের পুকুরের সুফলভোগীরা গত ২০১১ সালে মৎস্য ও প্রানী সম্পদ এবং ভুমি মন্ত্রনালয়ের মাধ্যমে সমঝোতা স্বারক এর মৎষ্য অধিদপ্তরের পুকুরগুলো হস্তান্তর করা হয়। যার মেয়াদ ২০২২ সাল পর্যন্ত রয়েছে। পরে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে পুকুরপাড়ের মৎস্যজীবী, মৎস্যচাষী,বেকার যুবক-যুবতী, মুক্তিযোদ্ধা, অসহায় দরিদ্র জনগোষ্ঠির সমন্বয়ে দল গঠন করে প্রতিবছর সরকারী নির্ধারিত রাজস্ব জমা দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তুু রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ গ্রামের মৃত.ফজলার রহমানের ছেলে প্রতারক খাইবুর রহমান খোকন ও তার কতিপয় প্রতারক চক্রের সদস্যরা অবৈধভাবে পুকুরগুলো দখলের পায়তারা করছে। তারা বিভিন্ন লোকের কাছে থেকে পুকুরের সদস্য ও চাকুরী দেয়ার কথা বলে প্রতারনা করছে। অন্যদিকে এলাকায় ব্যাপক সংঘর্ষসহ বিপুল প্রাণহানির ঘটার সম্ভবনা আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ