হাসনাত কাইয়ুম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল কুট্টাপাড়া মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি’র সময়ে এসব মাদকসহ তিনজনকে আটক করে পুলিশ। এসময় মাদক বহনকারী একটি প্রাইভেটকারও আটক করে পুলিশ। তবে সরাইল পুলিশের আইডিতে মাদকসহ আটককৃতদের ছবি প্রকাশ করলেও তাদের নাম ও ঠিকানা উল্লেখ করেনি। মহাসড়কে চেকপোস্টে তল্লাশির দায়িত্বে ছিলেন সরাইল থানার এসআই বাপন চক্রবর্ত্তী।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি কালো রংয়ের প্রাইভেটকার থামিয়ে তল্লাশীকালে প্রাইভেটকারের পেছনের ডালা খুলে আটককৃতদের দেখানো মতে একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগে নীল পলিথিন দিয়ে মোড়ানো খাঁকি রংয়ের স্কচটেপ দিয়ে পেঁচানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার মূল্য অনুমান দুই লক্ষ চল্লিশ হাজার টাকা। মাদক আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।