আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ ইং

সরাইলে অরুয়াইল বাজারের পল্লী বিদ্যুতের অপরিকল্পিত খুঁটি জনগণের ভোগান্তি

হাসনাত কাইয়ুম, সরাইল,ব্রাহ্মণবাড়িয়া

 

অরুয়াইল বাজারের রাস্তায় পল্লী বিদ্যুতের অপরিকল্পিত খুঁটি দূর্ঘটনাসহ জনগনের চরম ভোগান্তি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন অরুয়াইল বাজারটি খুবই জন গুরুত্বপূর্ণ একটি বাজার। প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসে এ বাজারে। বাজারটির প্রধান প্রধান সড়কের মাঝখানে পল্লীবিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি রয়েছে এছাড়া অরুয়াইল বাজার সিএনজি স্টেশনে রয়েছে একটি অপরিকল্পিত খুটি যাতে যান চলাচলে প্রিনিয়ত বিঘ্ন ঘটায়। এই খুঁটিগুলোর জন্য রোগী বহনকারী সিএনজি,মালমাল বহনকারী ঠেলাগাড়ি বাজারে ঢুকতে পারে না। ফলে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়শই খুটিতে মোটর সাইকেলের ধাক্কা লেগে দূর্ঘটনা ঘটছে। এছাড়াও খুঁটিগুলোর জন্য আরও নানাবিধ সমস্যা হচ্ছে। এ অবস্থায় পল্লীবিদ্যুতের খুঁটিগুলো দ্রুত সরিয়ে অন্যত্র স্থাপন করে চলাচলের পথ সুগম করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অরুয়াইল বাজার ব্যাবসায়ী তথা এলাকাবাসী। এ ব্যাপারে অরুয়াইল বাজার পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন অরুয়াইল সি এন জি স্টেশন একটি পরিত্তক্ত খুটি আছে এটি দ্রুত সরানো হবে আর বাজারে কাটের যে খুটিগুলো আছে সেগুলো পরিবর্তন করা হবে। তবে রাস্তার মাঝ খানে লাইনসহ যে খুটি আছে সেগুলো সরানো হবে কিনা জানতে চাইলে তিনি বিষয় টি এড়িয়ে যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ