হাসনাত কাইয়ূম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল -অরুয়াইল সড়কটি প্রায় শতাধিক গ্রামের লোকজনের যাতায়তের একমাত্র সড়ক।
বর্তমান সরকার এই সড়কটি সংস্কারের জন্য ৭ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। কার্যাদেশ অনুযায়ী, সড়কের কাজ শুরু হওয়ার কথা ছিল ২০১৮ সালের ১৩ এপ্রিল এবং সড়কের কাজ শেষ হওয়ার কথা ছিলো ২০১৯ সালের ১৩ এপ্রিল। অর্থাৎ ১২ মাসে কাজটি শেষ হওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় ১২ মাস গেলো, অতিরিক্ত আরও ১০ মাস হলো রাস্তার কাজ এখনও শেষ হয়নি। কিছু কাজ করে ফেলে রেখেছেন ঠিকাদার। এতে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। সংস্কার কাজের ধীর গতি নিয়ে কয়েকবার মানববন্ধন হয়েছে। এলাকার যুবকরা মাথায় কালো কাপড় বেঁধে রাস্তায় দাঁড়িয়ে অনশন করছে এতেও কোন কাজ হচ্ছে না। টেন্ডার হওয়ার পর রাস্তার কাজ দ্রুত বাস্তবায়ন না করা হলে অরুয়াইল পাকশিমুল দুই ইউনিয়নের লোকজন রাস্তায় নামার হুসিয়ারী দেন পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন।