আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ

 

মুহাম্মদ আনোয়ার হোসেন চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছে আজকের সূর্যদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী। জিডি নং ২২৩৩। তারিখ-২৯-১০-২০২০।

জিডি সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর রাতে গোলাম সরওয়ার বাসায় গিয়েছির। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল নয়টায় চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলিস্থ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার সব মোবাইল বন্ধ রয়েছে। সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

জিডির বিষয়ে নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আমরা দেখছি বিষয়টি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ