খ.ম. নাজাকাত হোসেন সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
ফ্যান্সে রাস্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টার দিকে শরণখোলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে শত শত ইসলামপ্রিয় মানুষ অংশগ্রহন করেন।
শরণখোলার সাধারণ ইসলামপ্রিয় শিক্ষার্থীবৃন্দের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, মাদরাসা শিক্ষক মো. জামাল উদ্দিন, সমাজসেবক গিয়াস মুন্সী, তাইজুল ইসলাম মিরাজ, কলেজছাত্র মাসুদ সাইফ, মেহেদী হাসান আকাশ, সাকের ইসলাম, বায়েজিদ ফকির, সুমন হাসান প্রমূখ।
বক্তার, বিশ্বনবী মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদ হিসেবে বাংলাদেশের সকল নাগরিককে নাস্তিক রাস্ট্র ফ্যান্সের পণ্য বয়কটের অনুরোধ জানান।