আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বান্দরবানে লামার আজিজ নগরে ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী, বীর বাহাদুর

 

মোঃ চান মিয়া লামা প্রতিনিধিঃ

বান্দরবানে পার্বত্য এলাকার বসবাসকারী মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে প্রায় ৬ কোটি টাকার মোট ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সবসময় আন্তরিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি চুক্তির ফলে পাহাড় এখন উন্নয়নের ধারা অব্যাহত আছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর), বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের এ মোট ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

আজিজ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো.শফিউল আলম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, অতিরিক্ত পুলিশ সুপার মো.আছাদুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ সহ আওয়ামিলীগের নেতৃবৃন্দরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ