আলাউদ্দিন সবুজ.ফেনী প্রতিনিধি:
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ফেনী-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য লেঃ জে.( অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও মিসেস চৌধুরীর সুস্থতা কামনায় রোববার বাদ এশা সিভিল সার্জন জামে মসজিদে ফেনী জেলা জাতীয় যুব সংহতির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশ এর আয়োজনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ফেনী জেলা জাতীয় পার্টির সদস্য শহিদুল ইসলাম, ডা. মিজানুর রহমান, ওয়াহিদুজ্জামান সেলিম,কাজি নুর নবী, পৌর জাতীয় পার্টির আহবায়ক নুর আলম, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়ন, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম মিলন, সদর উপজেলা আহবায়ক ওমর ফারুকুল ইসলাম খোকন, জেলা কমিটির নেতা শেখ আশিকুন্নবী সজীব, আবুল মনসুর নয়ন ও পৌর কমিটির যুগ্ন আহবায়ক রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সিভিল সার্জন জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আলিম।