আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

বাগেরহাট জেলার ফকিরহাটে নিরাপদ সবজী উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, ফকিরহাটে নিরাপদ সবজী উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা বিষয়ক কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর অতিরিক্ত পরিচালক (প্রশিক্ষন) কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ হাসান ওয়ায়িসুল কবীর, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এইচ এম জাহাঙ্গির আলম, খুলনা আঞ্চলিক অফিসের ডিপিডি কৃষিবিদ তৌহিদীন ভূইয়া। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামিম সহ বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ