মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
উত্তর রাঙ্গুনিয়া মোগলের হাট তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা ও গাউছিয়া কমিটির বাংলাদেশ,আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সার্বিক সহযোগিতায় জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৫ অক্টোবর) সকালে মোগলের হাট থেকে জুলুসের র্যালী শুরু হয়ে আলমশাহ পাড়া, ধামাইরহাট, ইসলামপুর গাবত, রানীর হাট, রাজারহাট প্রদক্ষিণ করে মাদ্রাসার মাঠে এসে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া উপজেলা উত্তর গাউছিয়া কমিটির সভাপতি গাজী আবুল কালাম বয়ানী’র সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার সৈয়দ গোলাম কিবরিয়া ও কাজী মুহাম্মদ মামুনুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন আঞ্জুমান রিচার্স সেন্টারের পরিচালক হযরতুল্লামা আলহাজ্ব আব্দুল মান্নান আল কাদেরী, সংবর্ধিয় অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নত ওয়াল জামাআত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, পৌর মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, উত্তর জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, আল্লামা আবু নওশাদ নঈমী, রাঙ্গুনিয়া উপজেলা উত্তর গাউছিয়া কমিটি সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাতব্বর, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব লোকমান কোম্পানী, সেকান্দর হোসেন চৌধুরী, ছাদেকুর নুর চৌধুরী টিপু, ছালেহ আহমদ সওদাগর, এইচ এম শহিদুল্লাহ, মাওলা ইদ্রিস, মাওলানা রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।