আজ ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং

ফেনীতে জাতীয় ভোটার দিবসে আলোচনা সভা

আলাউদ্দিন সবুজ: ফেনী প্রতিনিধি 

ফেনীতে আলোচনা সভা ও র্র্যালীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন হয়েছে। ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার সকালে আলোচচনা সভায় প্রধান অতিথি ছিলোন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজমান, সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। সভায় বক্তব্য রাখেন ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান, ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক রিপন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের। এর আগে শহরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্র্যালী শুরু হয়ে মিজান রোডের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ