আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

দক্ষিন আফ্রিকায় দুই মাসে ফেনীর দাগনভূঞার ৩ জন নিহত

 

আলাউদ্দিন সবুজ.ফেনী প্রতিনিধি

 

দক্ষিণ আফ্রিকার এক বিপণিবিতানে দাগনভূঞার এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ নিয়ে গত দুই মাসে দাগনভূঞার ৩ ব্যক্তি দক্ষিণ আফ্রিকার খুনের শিকার হয়েছে। এ অবস্থায় জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ব্যক্তিদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।
প্রবাসীরা জানিয়েছেন, দেশটিতে প্রায়ই বাংলাদেশিদের ওপর হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ১৩ জানুয়ারী দক্ষিণ আফ্রিকার পোট্রোস এলিজাবেথে দাগনভূঞার আবদুল করিম হারুন (৩৭) খুন হয়েছে। নিহত হারুন উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ঢেউয়ালিয়া গ্রামের ভূঞা বাড়ির আবদুর রশিদ মিয়ার ছেলে।
গত ৭ ফেব্রুয়ারী দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়া শহরে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার মো: নুরুল হুদা ছুট্টু (২৮) নিহত হয়। উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের দলিল লিখক আবুল কালামের ছেলে।
১৯ শে ফেব্রুয়ারী দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার দুলাল নিহত হয়। নিহত দুলাল উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সি বাড়ীর আব্দুল মালেক সর্দারের ছেলে।
প্রবাসী বাংলাদেশিরা বলছেন, যারা খুন হচ্ছেন, তাদের বেশির ভাগই দোকানমালিক ও ব্যবসায়ী। ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলার পরই এসব খুনের ঘটনা ঘটছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক মো. ইমাম হাছান কচি বলেন, প্রবাসীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। দেশটির অর্থনিতিতে বড় ভুমিকা রাখছে প্রবাসীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ