আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ ইং

সরাইল চুন্টা ইউপি উপ- নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ মো. হাবিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা প্রশাসনে নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা এ ঘোষণা দেন। নৌকা প্রতীকে ৫৩৯৯ ভোট পেয়ে শেখ হাবিবুর রহমান বিজয়ী হন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা’র প্রার্থী হাজী বাহার মিয়া লাঙ্গল প্রতীক পেয়েছেন ৪৫১৯ ভোট।

এরআগে মঙ্গলবার দিনব্যাপী কড়া নিরাপত্তায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের মোট ১০টি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এবং সকল ভোটার হাসিমুখে তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ