আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

ফেনীতে শেষ হলো বইমেলা

আলাউদ্দিন সবুজ: ফেনী প্রতিনিধি

 

ফেনী জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলা শনিবার শেষ হয়েছে। ফেনী পৌরসভার সহযোগিতায় শহরের ট্রাংক রোডের রাজাঝির দীঘির পাড়ে এ মেলা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা। সভায় পুস্তক সমিতির জেলা সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ওহিদুল আলম পিটু বক্তব্য রাখেন। মেলায় অংশগ্রহনকারি ৩৩টি স্টলকে সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ স্টল ফিরোজ লাইব্রেরি, ফেনী লাইব্রেরি ও শিক্ষা বিপনীকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ