আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

মূল্য তালিকা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৪ দোকানীকে জরিমানা

 

মুহাম্মদ আনোয়ার হোসেন চট্টগ্রাম :

হাটহাজারীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ।

আজ বুধবার (১৪ অক্টোবর) হাটহাজারী পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেরর সময় পণ্যের নির্দিষ্ট মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ জানান, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন স্যারের নির্দেশনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পৌরসভা এলাকায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৪ দোকানিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ