আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কাউন্টার টেরোরিজম বিভাগ, সিএমপি, চট্টগ্রাম কর্তৃক নব্য জেএমবির ০৬ সদস্য গ্রেফতার

 

হাসান চৌধুরী,চট্টগ্রাম :

গত ২৮ শে ফেব্রুয়ারী  পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর ২নং গেটস্থ ট্রাফিক পুলিশ বক্সে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতদসংক্রান্তে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-৩৩ তাং ২৯/০২/২০২০ ইং, ধারা ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ তৎসহ ৩২৩/৩২৪/৩২৬/৩৩২/৩৩৩/৩০৭/৪৩৬/৪২৭ দঃ বিঃ রুজু করা হয়। ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনা, প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তা কাউন্টার টেরোরিজম বিভাগের একটি চৌকস টিমের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন নব্য জেএমবির ০৬ জন সদস্য ১) মহিদুল আলম (২৪), পিতা- আব্দুর শুক্কুর, মাতা- মাইমুনা বেগম, সাং- নিজতালুক, আহম্মদ মেম্বারের বাড়ী, থানা-লোহাগাড়া ২) মোঃ জহির উদ্দিন (২৮), পিতা-ওসমান গনি, মাতা- রোকেয়া বেগম, সাং-পূর্ব মির পাড়া, ওসমানের বাড়ি, ৩ নং ইউনিয়ন-পদুয়া, থানা- লোহাগাড়া দ্বয়’কে বান্দরবান থানাধীন কলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশ হতে ১৩/১০/২০২০খ্রিঃ ভোর ০৬:৩০ ঘটিকায় ৩) মোঃ মঈন উদ্দিন (২০), পিতা-মোঃ শাহাবুদ্দিন, মাতা-খুরশিদা বেগম, সাং-ঠান্ডা হাফেজের বাড়ী, উত্তর তেওয়ারী খিল, পোষ্ট-পদুয়া, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম ৪) মোঃ আবু সাদেক (১৯) পিতা-আবুল হাসেম, মাতা-ছমুদা বেগম, সাং-আবুল হাসেমের বাড়ী, মৌলভীপাড়া, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম ৫) রহমত উল্লাহ @ আকিব (২৪), পিতা-সালেহ আহম্মদ, মাতা-আমেনা বেগম, সাং-উত্তর আমিরাবাদ চট্টলা পাড়া, লোহাগাড়া, জেলা-চট্টগ্রামকে কেরানীরহাট কাঁচা বাজার হতে ১৩/১০/২০২০খ্রিঃ ১৫:৩০ ঘটিকায় ৬) মোঃ আলা-উদ্দিন (২৩) পিতা-নুরুল কবীর, মাতা-নুর জাহান বেগম, সাং- আমজু মিয়ার বাড়ী, দরগামুড়া, পোঃ- পদুয়া, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রামকে লোহাগাড়া থানাধীন দরগামুড়া, মোহাম্মদ হোসেনের বাড়ী হতে ১৪/১০/২০২০খ্রিঃ ভোর ০৩:১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়।

আসামীরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন নব্য জেএমবির সদস্য। স্বপ্রনোদিত ভাবে সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও শরিয়া আইন প্রতিষ্ঠার জন্যে স্থানীয়ভাবে দলবদ্ধ হয়ে তাহারা সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। অনলাইনে পাওয়া অপ্রচলিত মোবাইল ফোন এ্যাপস ব্যবহার করে ঐ এ্যাপস এর মাধ্যমে দলে সকল সদস্যদের সাথে যোগাযোগ করে বোমা/আইইডি তৈরির বিভিন্ন ভিডিও আদান-প্রদান করে সেই অনুসারে স্থানীয় ভাবে মালামাল সংগ্রহ করে বোমা/আইইডি তৈরি করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ