মুজাম্মেল হুসাইন (হাচিব)ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২নং বালীথুবা ইউপির ৬ নং ওয়ার্ড়ের বালীথুবা গ্রামে পানিতে ডুবে হালিমা আক্তার নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে বালীথুবা গ্রামের লিলাম বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের লিলাম বাড়ির ও পাটওয়ারী বাজারের মদি ব্যবসায়ী হারুনের মেয়ে।
হালিমার বাবা বলেন,আমার ৩ ছেলে ৩ মেয়ের মধ্যে হালিমা ৪র্থ সন্তান। সকালে ফজরের নামাজ পড়ে বাজারে গিয়েছিলাম। এ সময় হালিমার মা মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় এক লোক বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে। এলাকাবাসী তাকে উদ্ধার করে, বালীথুবা বাজারের পল্লী চিকিৎসক ডাঃহারুনের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।