আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁয় নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

 

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি:

সারা দেশে লাগাতার ধর্ষণ ও নির্যাতেনর প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। আজ বুধবার মুক্তির মোড়ে প্রধান সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাধারন শিক্ষার্থী ফারিয়া চৌধুরী, সমপ্রীতি,রাহিম ইসলাম তারুন্য ইসলাম, আকাশ,তামিম, সৈরব আহমেদ সিয়াম, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন দেশে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে নারীরা আজ ঘরে বাইরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষনকারীরা দেশ ও জাতির শত্র৷ তাই সকল ধর্ষনকারীদের গ্রেফতার করে দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানায় তারা। এছাড়াও ধর্ষনকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড আইনের দাবি জানান তারা। বিক্ষোভ
মানববন্ধনে শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ