আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং

খুলনা বেতারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

জিয়াউল ইসলামঃ ব্যুরোপ্রধান খুলনাঃ

বাংলাদেশ বেতারের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ আজ (শনিবার) বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী আহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ বেতারের উপপরিচালক-অর্থ ও প্রশাসন আনাতোর আমজাদ এতে স্বাগত বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে বাংলাদেশ বেতার খুলনা, বরিশাল, গোপালগঞ্জ ও নওয়াপাড়া কেন্দ্রের অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা বিভাগের ৩২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বাংলাদেশ বেতার এ প্রশিক্ষণের আয়োজন করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ