ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়িতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই
ফটিকছড়িতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানার দাঁতমারা তদন্ত কেন্দ্র পুলিশ টিম উপজেলার দাঁতমারা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হল- হেয়াকা বাংলা পাড়া এলাকার মৃত আবদুর রহমানের পুত্র মো. মোসলেম প্রকাশ কুলছুম আলী (২০) ও মৃত শাহ আলমের পুত্র মো. আবুল কালাম (২৩)।
উদ্বারকৃৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য চার লাখ পঞ্চাশ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে ভূজপুর থানায় নিয়মিত মামলা দায়ের শেষে হাজতে প্রেরণ করা হয়েছে বলে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোহরাওয়ার্দী সরওয়ার নিশ্চিত করেছেন। তিনি বলেন- এ মামলায় মোট ৩ জনকে আসামি করা হয়েছে। গাড়ীর মালিক হেয়াকো বাংলাপাড়া এলাকার জহিরুল ইসলাম নয়ন।