আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

গোদাগাড়ীতে “জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২০” পালিত

 

মোঃ ইসহাক :

গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধিঃ
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা বৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে গোদাগাড়ীতে জাতীয় উৎপাদানশীলতা দিবস পালিত হয়েছে।

আজ ০২ অক্টোবর শুক্রবার দিবসটিকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন কর্তৃক র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন,প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন (মিলি), কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম (সৌরভ),সহ
অনুষ্ঠানের আলোচনা পর্বে শিল্প, সেবা ও কৃষি খাতের বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অত্র উপজেলার বিশিষ্ট বণিক সমিতির প্রতিনিধিদের মধ্যে বক্তব্য প্রদান করেন গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি মোঃ শামসুল আলম, সেবা খাতের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শামসুজ্জোহা (বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক) পরিচালক গোদাগাড়ী মডেল হাসপাতাল, কৃষি খাতের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ তৌহিদুল ইসলাম, সভাপতি, বাজার ব্যবস্থাপনা কমিটি, সিসিএমসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোদাগাড়ী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোদাগাড়ী উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মতিয়র রহমান।

২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত সোনার বাংলা বিনির্মাণে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধিকরণ এবং লক্ষ্য পূরণে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি এ আলোচনা অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ