নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে নড়াইল জেলা ছাত্রলীগ।শনিবার রাত ৮ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরীয়ার মীম এবং সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ সাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তিতে এই বিবৃতি দেয়া হয়েছে।লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সভাপতি,সাধারণ সম্পাদক।
দীর্ঘদিন সুনামের সাথে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম এ যুক্ত থাকায় লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ অনান্য নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।এছাড়া,লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে নতুন কমিটি গঠন এর সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং পদ প্রত্যাশীদের কাছ থেকে সিভি(জীবনবৃত্তান্ত) আহবান করা হয়েছে।
পদ প্রত্যাশীদের আগামী ২৭ সেপ্টেম্বর ২০২০ ( বিকাল ৪ টা থেকে সন্ধা ৭ টা) হইতে ৩ অক্টোবর ২০২০ তারিখ সন্ধা ৭ টা পর্যন্ত সিভি(জীবনবৃত্তান্ত)নড়াইল জেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে অবস্থিত জেলা আওমীলীগ এর দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।