ডেক্স রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদরাসায় উপজেলা ১৮/১৯ অর্থ বছরে এ,ডি,পি বরাদ্দ হতে নারী উন্নয়ন ফোরামের অনুকুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত স্যানেটারী ন্যাপকিন ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার সময় মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলেয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্ভণিং বডির সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আগত মাদরাসা শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সম্মত স্যানিটারী ন্যাপকিন, হ্যান্ড স্যানিটাইজার, গাছের চারা বিতরণ করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।