আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ ইং

কক্সবাজারের বাঁকখালী নদীতে ফিশিং বোটের ধাক্কায় ঘামবোটের যাত্রী নিখোঁজ

 

ডেক্স রিপোর্ট : 

কক্সবাজার থেকে মহেশখালী পারাপারে এক দিনের ২য় ঘটনায় ফিশিং বোটের ধাক্কায় এক কলেজ ছাত্র বাঁকখালী নদীতে পড়ে নিখোঁজ রয়েছে।ঘটনাটি ঘটেছে ২০সে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার মহেশখালী নৌ পথের খারির মোহনায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কক্সবাজার ৬নং জেটি ঘাট থেকে মহেশখালী অভিমুখে গোরকঘাটা সিকদার পাড়ার অাব্দু সবুরের মালিকানাধীন ও বশির মাঝি চালিত ৩৮জনের একটি যাত্রীবাহী গামবোট যাত্রী নিয়ে অাসছিল। বাঁকখালীর খারির ভয়া সংলগ্ন এরিয়াতে বালি ভর্তি একটি টেংকার অবস্থান করছিল। স্রোতের গতিতে ৩৮জন যাত্রী নিয়ে অাসা ঘামবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে টেংকারের পাশ কাটতেই উত্তর দিক থেকে মাছ ভর্তি একটি ফিশিংবোট যাত্রী বাহী ঘামবোটে স্বজোরে ধাক্কা দেয়। এসময় ৩জন যাত্রী বাঁকখালী নদীতে পড়ে যায়। বোটের মাঝি সহ অপর যাত্রীরা ২জন যাত্রীকে উদ্ধার করতে পারলেও একজন যাত্রী এখনো নিখোজ রয়েছে। নিঁখোজ যাত্রী হলেন মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের নাগু মিয়ার পুত্র তোফাইল মাহামুদ(২২)সে চট্টগ্রাম কলেজের অনার্সের ছাত্র বলে জানাগেছে। বোট দুর্ঘটনায় নিখোঁজ তোফাইলকে স্বজন ও প্রশাসনের লোকজন নদীতে বোট নিয়ে খুঁজাখুঁজি করছে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ