আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ ইং

মৎস্যজীবী দলের সাধারন সম্পাদকের ইন্তেকাল

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, মোংলায় থানা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক মোঃ হুমায়ন কবীর শুক্রবার সন্ধ্যায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি স্ত্রী সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ৯ টায় মালগাজী গ্রামের ব্রাক অফিসের পাশে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে মোংলার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে মোংলায় বিএনপি নেতাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।মোঃ হুমায়ন কবীর’র মৃত্যুতে বাগেরহাট জেলা বিএনপি ও জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব ড.শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের সভাপতি ইমরান হোসেন, থানা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কাশেম,পৌর ছাত্রদলের সভাপতি মাহমুদ রিয়াদ, সাধারন সম্পাদক ইমন হোসেন রিপন, মোংলা কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ, ছাত্রনেতা জিয়াউর রহমান হিরন, বিএনপি নেতা সালাম ব্যাপারি, যুবনেতা রতন মাহমুদ রাজা, মামুন মল্লিক, রাহাত হোসেন মুন্না,সোহাগ, বেল্লাল হোসেন,মোঃ হোসেন, সাব্বির,মহিউদ্দিন জনি, সহ বিএনপি যুবদল ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল সহ অগণিত রাজতৈতিক সামাজিক ব্যাক্তিবর্গ শোক সন্তাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ