আজ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ ইং

বাগেরহাটে দূর্গাপুজায় তিনদিন ছুটির দাবীতে মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজায় তিন দিন ছুটির দাবীতে। শুক্রবার সকাল সাড়ে দশটায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে হিন্দু মহাজোট ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ডাকে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা। এই উৎসবকে ঘিরে চলে ব্যাপক আয়োজন। এসময় বিভিন্ন সরকারী বেসকারী চাকুরীজীবীরা এক দিনের ছুটি নিয়ে পরিবার পরিজনসহ আত্মীয়স্বজনের সাথে সময় কাটাতে পারেন না। তাই দূর্গাপুজায় তিন দিন ছুটি দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানাই। তাই আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের বাগেরহাট জেলা সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, সাধারণ সম্পাদক জুড়ান মন্ডল, সাংগঠনিক সম্পাদক দ্বিগেন হালদার, যুব মহাজোটের সভাপতি সুব্রত চক্রবর্তি পলাশ, ছাত্র মহাজোটের সভাপতি দিলীপ বালা প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ