আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ ইং

জাতীয় যুবকল্যাণ বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন শরণখোলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

 

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, শরণখোলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাতীয় যুবকল্যাণ বাংলাদেশের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মাওলানা মো. কামাল হোসেন রুহিকে সভাপতি, জাহিদুল ইসলাম তুষারকে সাধারণ সম্পাদক, নেওয়াজ আমিন অনিককে সাংগঠনিক সম্পাদক ও আরিফুল ইসলাম আরিফকে অর্থ-সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সংগঠনের প্রধান উপদেষ্টা হলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যরা হলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা এবং প্রতিষ্ঠাতা এসএম হাসিবুর রহমান।

প্রতিষ্ঠাতা এসএম হাসিবুর রহমান জানান, সেচ্ছায় পরিবেশ রক্ষা ও মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। সংগঠনের সদস্যরা গত এক বছর ধরে গরীব মেধাবী ছাত্রছাত্রী, পথশিশুদের সহায়তা, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ, বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক ১২দফা বাস্তবায়নে কাজ করে আসছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ