আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

হেফাজত আমীরের পুত্র আনাসকে বহিষ্কারের দাবীতে হাটহাজারীতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভঃ পুলিশ মোতায়েন

 

নিজস্ব প্রতিবেদক :  

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর পুত্র কেন্দ্রীয় হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীকে অপসারণ সহ ৫ দফা দাবী বাস্তবায়নের দাবিতে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় কয়েক হাজার ছাত্র বিক্ষোভে নেমে পড়েছেন।

আজ বুধবার) দুপুর থেকে এ বিক্ষোভ শুরু হয়। এসময় বিক্ষোভরত ছাত্ররা মাদ্রাসার সকল ফটক তালাবদ্ধ করে রেখেছে এবং বিক্ষোভরত ছাত্ররা মাওলানা আনাস মাদানীর দপ্তর ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রশাসন বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করেছে।

এদিকে, প্রশাসন যাতে মাদ্রাসার ভিতরে ঢুকে কোনো ধরনের হস্তক্ষেপ না করে সেই জন্য মাদ্রাসার ছাত্ররা মসজিদ থেকে মাইকিং করেছে। জানা গেছে, বিক্ষোভরত ছাত্ররা মাওলানা আনাস মাদানীর দপ্তর ভাংচর করা হয়েছে। ছাত্রদের বক্তব্য, যতক্ষণ না মাওলানা আনাস মাদানীকে বহিষ্কার বা অপসারন সহ সব দাবী বাস্তবায়ন না করা হবে ততক্ষণ ছাত্ররা এ বিক্ষোভ চালিয়ে যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং এহেম ঘটনা নিয়ে হাটহাজারী সদরে টানটান উত্তেজনা বিরাজ করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ