বিশেষ প্রতিনিধি, এম কে আলম :
গতকাল সন্ধ্যায় চান্দিনা উপজেলা ৯ নং মাইজখার ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জয়নাল আবেদীন জনু মেম্বার কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত আগস্ট মাসের ২০ তারিখে করোনার লক্ষণ নিয়ে গুরুতর অবস্থায় উক্ত হাসপাতালে ভর্তি হন।মরহুম জনু মেম্বার দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।কামারখোলা গ্রামসহ মাইজখার ইউনিয়ন বাসী তাঁর মৃত্যুতে শোকাহত।
মরহুমের জানাজা আগামীকাল কামারখোলা শাহী ইদগা ময়দানে অনুষ্ঠিত হবে। সময় স্থানীয় ভাবে জানিয়ে দেওয়া হবে।সংবাদমাধ্যমকে মাইজখার ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান শাহ সেলিম প্রধান জানান ” মরহুম জনু মেম্বার অত্যন্ত ভালো মানুষ ছিলেন,ইউনিয়ন পরিষদের অর্পিত দায়িত্ব তিনি যথাযত ভাবে পালন করেছেন,আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি,আল্লাহ যেন,তার পরিবার কে তাঁর মৃত্যুর শোকবহীভার ক্ষমতা দেন, আমিন”