আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

খেলাধুলায় পারে যুবকদের সমাজ বিরোধী কার্যকলাপ থেকে রক্ষা করতে

নড়াইল প্রতিনিধি:
আজ ৩১ আগস্ট রোজ সোমবার বিকাল ৫ টায় নড়াইলের লোহাগড়ার নলদী বাজার মাঠে নলদী ফুটবল একাদশ বনান হাড়িগড়া ফুটবল একদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। হাফটাইমের কিছু সময় পূর্বে ১০ নং জারসি পরিহিত শিশির হাড়িগড়ার পক্ষে একটি গোল করে।কিম্তু দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হাফটাইমের কিছু সময় পর নলদী ফুটবল একাদশের পক্ষে ৭ নং জারসি জাহিদ ফলাফল ০১-০১ করতে সক্ষম হয়।রেফারি আরিফের সঠিক দিকনির্দেশনায় খেলাটি সুন্দরভাবে পরিচালিত হয়।হাড়িগড়া ফুটবল একাদশের অধিনায়ক মোঃআলমারিজ খান বলেন,বর্তমান খেলাধুলার উপর থেকে যুব সমাজের আগ্রহ উঠে যাওয়াতে তারা বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ছে,তাই আমাদের সকলের উচিৎ খেলাধুলার উপর মনোনিবেশ করা।নলদী ফুটবল একাদশের অধিনায়ক মোঃজাহিদ হোসেন বলেন,আজ মাঠে শতশত দর্শকের ভিড় জমছে,এর জন্য আমার খুবই আনন্দ লাগছে।আপনারা আসবেন দেখা দেখবেন, আমাদের অনুপ্রেরণা দিবেন সেই প্রত্যাশা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ