আজ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ ইং

নড়াইলে হাড়িগড়া টু বিলডুমুটতলা রাস্তার বেহাল অবস্থা

নড়াইল সদর প্রতিনিধি:
নড়াইল সদরের হবখালী ইউনিয়ন এর হাড়িগড়া টু বিলডুমুরতলা রাস্তার বেহাল অবস্থা।হাড়িগড়া প্রাইমারি স্কুল থেকে বিলডুমুরতলা ছবেদাতলা পর্যন্ত মাঝে প্রায় ৩ কিমি পথের বেহাল অবস্থা,ভোগান্তির শেষ নাই সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র-শিক্ষক কারোরই।সিংগিয়া মাধ্যমিক বিদ্যালয় ও হাড়িগড়া প্রথমিক বিদ্যালয়ে প্রায় ২০০ ছেলে মেয়ে স্কুল যাতায়েত করে।বর্ষাকালে বৃষ্টি হলেই ছেলে মেয়ে দেরে হাটুর ওপরে কাপড় উঠিয়ে যেতে হয় স্কুলে,তাছাড়া সাধারণ জনগণের হাট বাজার করতে যাওয়াতেও খুব সমস্যার সম্মুখীন হতে হয়।স্থানীয়দের সাথে কথা বলছিলাম তাদের মধ্যে মোঃকাবিল মোল্লা আগামীর সংবাদকে বলেন,এই রাস্তার জন্য সত্যিই আমাদের বর্ষাকালে ভোগান্তির শেষ নাই।কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন অতিদ্রুত আমাদের ভোগান্তির অবসান হোক। গ্রামবাসীরও দাবি দ্রুত একটি ইটের সলিং হোক এবং আমাদের ভোগান্তি দুর হোক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ