বিশেষ প্রতিনিধি, এম এ আলম :
মাইজখার ইউনিয়ন পরিষদ সদস্য, কামারখোলা গ্রাম নিবাসী, অত্র ইউনিয়নের পরিচিত মুখ প্রিয়ভাজন জনাব জয়নাল আবেদীন(জনু মেম্বর)করোনা পজেটিভ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় নিমজ্জিত ।
সবার নিকট তার জন্য দোয়া চেয়েছেন উক্ত ইউনিয়নের বর্তমান দুই দুই বারের সফল চেয়ারম্যান শাহ সেলিম প্রধান। মাইজখার ৭ নং ওয়ার্ডবাসী তার জন্য দোয়া করছেন।মসজিতে মসজিতে তার সুস্থাবস্থা কামনা করে মসজিদ মাইকে দোয়া করছেন ও সবার নিকট দোয়া কামনা করে এলান করছেন।গ্রামীণ মানুষ করনো না অবহেলা করলেও এর ভয়াবহতা দেখে নির্বাক। মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সেলিম প্রধান আজ ২৯ আগস্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অসুস্থ জনু মেম্বার সাহেবের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন উক্ত হাসপাতালের পরিচালক মোঃ মিজানুর রহমানের সাথে।তিনি জনু মেম্বার সাহেবের চিকিৎসা ব্যবস্থায় বলেন ওনার সঠিক চিকিৎসা ব্যবস্থা চলছে।