আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

খানজাহান আলী থানা প্রেস ক্লাবের উদ্যোগে শিরোমণিতে মানববন্ধন

 

খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

মশিয়ালীর ট্রিপল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মিল্টনের স্ত্রী শারমিন সুলতানা কর্তৃক সাংবাদিক রেজওয়ান আকুঞ্চী রাজাসহ ৫৩জন গ্রামবাসীর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রতিবাদে খানজাহান আলী থানা প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শিরোমণি শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসুচি পালন করেন। প্রেস ক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) দৈনিক সময়ের খবরের খানজাহান আলী থানা প্রতিনিধি মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ সরদার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত, জাকারিয়া রিপন, শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, এস এম বখতিয়ার পারভেজ, সাংবাদিক মুজিবর মোড়ল, অনিমেষ মন্ডল, মিয়া বদরুল আলম মনু, আনন্দ কুমার স্বর, জিয়াউল ইসলাম, কিশোর কুমার দে, আবু হামজা বাধন, মামুন, লিয়াকত মুন্সি, আমিরুল ইসলাম, বায়জিত সরদার, আব্দুস সাত্তার মোল্যা, কামাল মুন্সি, রানা হাওলাদার, আলতাফ হোসেন। মানববন্ধনে থানা এলাকার কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, মশিয়ালীর আলোচিত ট্রিপল হত্যা মামলা ভিন্ন দিকে প্রভাবিত করতে, খুনিদের রক্ষা করতে এবং গ্রামবাসীর চলমান আন্দোলন সংগ্রামকে স্তব্দ করতে সাংবাদিক সহ নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। অবিলম্বে মশিয়ালীর আলোচিত হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মিল্টনের স্ত্রী শারমিন সুলতানা কর্তৃক আদালতের মামলা প্রত্যাহার এবং ট্রিপল হত্যা মামলার সকল আসামীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ