আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

আখাউড়াবাসীর জন্য কাজ করবো নবাগত ইউএনও

 

মো সুজন হাজারী
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম সমাজে ঝড়ে পড়া শিশু শিক্ষার্থীসহ উপজেলার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় কালে তিনি এমন চিন্তার কথা জানান।
তিনি বলেন, বিদ্যালয়ে শিশুদের ধরে রাখা। শিক্ষা ব্যাবস্থায় জবাবদিহিতা এবং প্রাথমিক শিক্ষার মান ও ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।
ইউএনও বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। এ উপজেলায় যতদিন থাকবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নিরলস ভাবে কাজ করবো। এসময় আখাউড়ার উন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দন মিশু, সিনিয়র সহসভাপতি প্রভাষক সুমিত্র সাহা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খাঁন, সহ সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন নিজাম, যুগ্ন সম্পাদক সুজন হাজারী, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম জয়, প্রচার সম্পাদক মো. মহিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এসময় ফুল দিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলমকে বরণ করে নেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ