আজ ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৫ ইং

রায়পুরে সুপারি বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মো. রাসেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৬ আগস্ট) সকালে রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ৫নং ওয়ার্ডের মাঝি বাড়ির সুপারি বাগান থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।নিহত রাসেল ঐ এলাকার মাঝি বাড়ির মো. সেকান্তর মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শাজাহান মোল্লা ও এলাকাবাসী বলেন, নিহত মো. রাসেলের মানসিক সমস্যা । কিছুদিন পূর্বে সে তার পিতা-মাতাকে বাড়ির সব জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। ঘটনাটি নিহত যুবকের বাবা-মা আমাদের জানিয়েছে। আমাদের ধারণা যুবকের নামে জমি লিখে না দেওয়ায় সে আত্মহত্যা করতে পারে।

হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল কালাম আজাদ জানান, সকালে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ