আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ঝালকাঠিতে কারিমিয়া কিরাতুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও পুরুস্কার বিতরনী 

ইমাম বিমান : ঝালকাঠির সংবাদ দাতা

 

ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন বাসন্ডা কারিমিয়া কিরাতুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় পবিত্র কোরআন থেকে তোলায়াত করার মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা সহ ক্রিড়া শপথ বাক্য পাঠ করারর মাধ্যমে ক্রিড়া অনুষ্ঠানের অানুষ্ঠিকতা শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে মদ্রাসার সভাপতি সোনালি বাংকের সাবেক কেশিয়ার আব্দুল মান্নান এর সভাপতিত্বতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি নাগরিক ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দিন, মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃঅাল আমিন প্রমুখ। এ ছাড়াও মাদ্রাসার শিক্ষক মন্ডলি এবং অভিবাবক বৃন্দ উপস্থিত থেকে ছোট্র সোনামনিদের প্রতিযোগীতা মূলক ক্রিড়া ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান উপভোগ করেন। উক্ত ক্রিড়া অনুষ্ঠানে সন্মানিত অতিথি বক্তব্যে ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস বলেন, খেলাধুলা শিশুদের মেধা বিকাশের অন্যতম দিক। তাই প্রতিযোগিতা মূলক খেলাধুলায় অংশগ্রহনে শিশুদের বাড়তি মেধা তৈরী করে। আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা না থাকলে অপসংস্কৃতি সৃষ্টি হয়, তাই এই আয়োজনকে ধন্যবাদ জানাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ