আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

বরিশালে সংস্কৃতি পরিষদের বসন্ত উৎস উদ্বোধন করেন জেলা প্রশাসক

খান ইমরান : বরিশাল প্রতিনিধি

 

বরিশাল বিএম কলেজে সংস্কৃতি পরিষদের আয়োজনে বসন্ত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

শনিবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসব ১৪২৬ এর উদ্ধোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি পরিষদের সভাপতি খায়রুল হাসান সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ গোলাম কিবরিয়া, কলেজের সাবেক অধ্যক্ষ ও সুধীজন স ম ইমানুল হাকিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অলক কুমার সাহা,

কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শীতের জরাজীর্ণতাকে পেছনে ফেলে মানবমনের নতুনকে বরণ করার উৎসব হচ্ছে বসন্ত। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে সারা দেশে আয়োজন করা হচ্ছে বসন্ত উৎসব।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সৃজনশীল বাংলাদেশ বিনির্মাণে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ব্রজমোহন কলেজের সংস্কৃতি পরিষদ বাঙ্গালি সংস্কৃতির বিকাশে এ ধরণের আয়োজন অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংস্কৃতি পরিষদের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ