খান ইমরান : বরিশাল প্রতিনিধি
বরিশাল উদীচী জেলা সংসদ ও বরিশাল নাটকের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবার ১৪২৬ (১লা ফালগুন) জগদ্বীশ সারস্বত বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে বরিশালের সাংস্কৃতিক জগতের গুনিজন একুশে পদকপ্রাপ্ত নিখিল সেনের প্রতি স্বরন করে তিনদির ব্যাপি আগামী ১৬ ফেব্রয়ারী পর্যন্ত বসন্ত উৎসব অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।
শুক্রবার বিকালে বসন্ত উৎসবের উদ্ধোনধন করেন প্রবীন সাংস্কৃতিক ব্যাক্তি অধ্যাপক বদিউজ্জামান। এসময় আরো উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তি ও শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি এ্যাড, মানবেন্দ্র ব্যাটবল,বীর প্রতিক মহিউদ্দিন মানিক,
সচেতন নাগীরক কমিটি বরিশাল জেলা সভাপতি অধ্যাপিক (অবঃ) শাহ্ সাজেদা,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, কবিতা আবৃতি সংগঠনের সভাপতি আজমল হোসেন লাবু,নাট্যকার আবুল খায়ের সবুজ,বরিশাল উদীচী জেলা সংসদের সাধারন সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাষ,বরিশাল নাটক সংগঠনের সাধারন সম্পাদক পার্থ সারতি,উদীচী সদস্য পাপিয়া জেসমিন ও জগদ্বীশ সারস্বতবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম প্রমুখ।
বসন্ত উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে শিশুদের সাংস্কৃতিক,নৃত্য ও কবিতা আবৃতি সহ বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। বসন্ত উৎসব মেলায় বিভিন্ন ধরনের ১০টি স্টল অংশ গ্রহন করে।