আজ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৬ ইং

বিকেএসপিতে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে তামিম

নিজস্ব প্রতিবেদক 

ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল।

তাকে বিকেএসপি সংলগ্ন ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতাল, বর্তমান নাম কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজে নেওয়া হয়েছে।

বিকেএসপি’র পাবলিক রিলেশন অফিসার মো. আশরাফুজ্জামান বলেন, তিনি (তামিম ইকবাল) এই মুহুর্তে কেপিজে হাসপাতালে আছে, তার শারীরিক অবস্থা ভালো।  এখানে তিনি সিসিইউতে  চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, সকালে মোহামেডান এবং শাইনপুকুরের খেলা ছিল আজ। সকালে টস করার পরে তিনি অসুস্থ বোধ করছিলেন। পরে নিজে থেকেই তিনি কেপিজে হাসপাতালে আসেন। পরে কিছুটা সুস্থ বোধ করার পর তিনি জানান যে তিনি এখানে থাকবেন না, গেলে এভারকেয়ারে যাবেন।

পরে আবার বিকেএসপিতে ফিরে যান, এর মধ্যে হেলিকপ্টার কল করা হয়। পরে বিকেএসপিতে ফিরে যাওয়ার পর তিনি আরও বেশি অসুস্থ বোধ করেন এবং এসময় তার মুখ দিয়ে ফেনা উঠে যায়। পরে তাকে দ্রুত আবার কেপিজেতে নিয়ে আসা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ