জাবি প্রতিনিধি:
মাদক নয় বরং ফুটবলের নেশা ছড়িয়ে যাক জাবিয়ানদের শিরায় শিরায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬-২৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জেইউ স্পোর্টস ক্লাব।
১০ টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। রেজিস্ট্রেশনকারীদের ভেতর লটারির মাধ্যমে আলাদা আলাদা দলে খেলতে পারবেন। কেউ চাইলে একাধিক টিমের মালিক হতে পারবেন।
ইতিমধ্যে দলের ও টাইটেল ঠিক করা হয়েছে।
এগুলো হলো: বটতলা বাইটার্স – (কামড়ে ধরি, জিতেই ছাড়ি), জাকসু কিংস (আসি-দেখি-জয় করি), ট্রান্সপোর্ট এক্সপ্রেস (দুর্বার খেলে, জয় হবে বলে), টার্বো টার্জান (দেই জয়ের জানান), ডেভিলস অফ হেভেন রোড (নরকে হাহাকার, মাঠে মোদের জয়জয়কার) , লন্ডন ব্রীজ রাইডার্স (আলোর গতিতে চলি, জয় জন্য খেলি),
ডেইরি গেট ব্লেজিং বুলস (বুলের গর্জন, জয় করি অর্জন), ভয়েজবিয়ার্স মুক্তমঞ্চ (মঞ্চে-নাটক, মাঠে করি আটক), টিএসসি স্ট্রাইডার্স (বিচরণ যেনো বাজ, মাঠে করি রাজ), প্রান্তিক থান্ডারফোর্স (মোরা বজ্রাঘাত, করি কুপ কাত), উওরপাড়া ওয়ারিয়র্স (আছে ভালোবাসা ও সাহস, জয় হবে সহজ),
মনপুরা মেরিনার্স (ভাসি জিতের জোয়ারে), শান্তিনিকেতন স্যাডোস (শান্তির ছায়ায় জয় হবে ঠায়), সেন্ট্রাল ফিল্ড ডমিনেটরস (বুদ্ধি, শক্তি অফুরন্ত, মোদের জয় চূড়ান্ত)।
টুর্নামেন্টের অন্যতম আয়োজনকারী মাহমুদুল হাসান কিরণ জানান, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে খেলা কেন্দ্রীক কোন ক্লাব ছিলো না। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার টিমগুলোতে রাজনৈতিক প্রভাব সবসময় ছিলো।
কিন্তু এখন সময়ের পরিবর্তনের হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের খেলার টিমগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চাই। পাশাপাশি নিয়মিত খেলার আয়োজন করে মাদক মুক্ত ক্যাম্পাস গড়তে চাই।’