আজ ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং

সিঙ্গাইরে আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিংগাইর  প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইরে সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ছোট ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ভূমদক্ষিণ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে ভূমদক্ষিণ শেখপাড়া ফুটবল একাদশ বনাম শায়েস্তা ফুটবল একাদশ অংশ নেয়।
ভূমদক্ষিন স্পোর্টিং ক্লাবের আয়োজনে সভাপতি মোঃ শামসুদ্দিন বাবুর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের  উদ্বোধন করেন ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন।

ভূমদক্ষিন বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন জিল্লুর, গণ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমান,
উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক মোঃ তালিম খান, ধল্লা ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ আনছার আলী, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রমজান আলী, সাবেক সেনা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ