আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

জাবিতে আন্তঃহল ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রদের আন্তঃহল চ্যান্সেলর কাপ ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।

ছাত্রদের আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ সালাম বরকত হল। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ৪-৩ গোলে জয়ী হয়।

অপরদিকে, ছাত্রীদের আন্তঃহল হ্যান্ডবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বেগম খালেদা জিয়া হল।

খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ২-১ গোলে জয়ী হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পক্ষে দুটি গোল করেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ইয়ো-ইয়ো সিং মারমা। বেগম খালেদা জিয়া হলের পক্ষে একমাত্র গোলটি করেন রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আক্তার মুমু।

আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে ফাইনাল পর্বের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ