আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

সাভারে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আলী হোসেন :
“মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প কিছু নাই”—এই স্লোগানে সাভারের অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

উপজেলার ধামসোনা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে গোপালবাড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উনাইল যুব সংঘ।
খেলা উপলক্ষে আয়োজন ছিল উৎসবমুখর পরিবেশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, সামাজিক সচেতনতারও অংশ। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বৃহৎ পরিসরে করার কোথাও জানান এবং ঈদুল আযহার পরে এমন একটি খেলার আয়োজন করায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিনের প্রশংসা করেন তিনি। ”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবদুল হালিম মাস্টার। খেলাটির উদ্বোধন করেন ধামসোনা ইউনিয়নের সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মন্ডলসহ আশুলিয়া থানা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

এই আয়োজন প্রমাণ করে, সমাজ উন্নয়নে খেলাধুলা হতে পারে এক শক্তিশালী হাতিয়ার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ