আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

ধামরাইয়ে ৪০ টি সেলাই মেশিন বিতরণ

ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে হতদরিদ্রদের মাঝে ৪০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে সকালে বীরমুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের বাড়িতে এবং বিকেলে যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের মাঠে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

শনিবার (৯ মার্চ) এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ইমিগ্রেশন) মো: শহীদুল ইসলামের সহায়তায় ‘আলোকিত যাদবপুর’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে এই মেশিন বিতরণ করা হয়।

জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম নিজ এলাকায়, রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১০০ টি নলকূপ স্থাপন করে দিয়েছেন। এছাড়াও বন্যা, করোনা, শীতকালীন বস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণসহ অসহায়দের মাঝে গবাদি পশু গরু বিতরণ করেন। এছাড়াও ইফতার সামগ্রী বিতরণ করেন। সামনে দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ করার কথা ব্যক্ত করেন যাতে একটি পরিবার স্বাবলম্বী হতে পারে পারে।

সেলাই মেশিন বিতরণের সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ইমিগ্রেশন) মো: শহীদুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম ও আলোকিত যাদবপুর সংগঠনের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ